সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

নরসিংদীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসবিরোধী মামলার দুই ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাধবদী থানা পুলিশের একটি দল আমদিয়া ও মেহেরপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন অনিক (২৭)। সে ওই ইউনিয়নের কান্দাইল উত্তর পাড়ার আবুল হোসেনের ছেলে। অন্যজন মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফেরদৌস হাসান (২৬)। সে ওই ইউনিয়নের ভগীরথপুর (ইনডেক্স প্লাজা) বিপরীত পাশের এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসবিরোধী মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আইনীপ্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত দুজনকে নরসিংদীর আদালতে সোপর্দ করা হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: