কাদায় ভরা সড়কে ধান রোপণ করে অভিনব প্রতিবাদ!

কাঁচা সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হওয়ায় অভিনব এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বর্ষার বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে যাওয়া সড়কে ধানের চারা রোপণ করে তারা নিজেদের ক্ষোভ ও দাবির কথা জানান।
চাঁদপুরের ফরিদগঞ্জে শাশিয়ালী থেকে পাটোয়ারী বাজার পর্যন্ত ২ কিলোমিটার সড়কে এই ঘটনাটি ঘটেছে।
শাশিয়ালী থেকে পাটোয়ারী বাজার পর্যন্ত মাত্র ২ কিলোমিটারের এই সড়কটি ফরিদগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। আশপাশের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। স্থানীয়দের পাশাপাশি অসংখ্য শিক্ষার্থী ও ছোটবড় যানবাহনের চলাচল হয় এখানে। তবে বহু বছর ধরে সড়কটি মেরামত বা পাকাকরণ না হওয়ায় বর্ষা এলেই এর অবস্থা বেহাল হয়ে পড়ে। হাঁটাচলা তো দূরের কথা, যানবাহন চলাচলও হয়ে পড়ে কষ্টসাধ্য।
স্থানীয়দের অভিযোগ, আশপাশের অনেক সড়ক ইতোমধ্যে পাকা করা হলেও এই সড়কটি অবহেলিত থেকে গেছে। বারবার দাবি জানানো সত্ত্বেও স্থানীয় জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি পড়েনি এখানে। ফলে বর্ষা মৌসুমে প্রতিদিন কর্দমাক্ত রাস্তা পেরিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীকে।
দুর্ভোগ নিরসনের দাবিতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে এলাকাবাসী বৃষ্টি উপেক্ষা করে সড়কে নেমে আসেন। তারা কর্দমাক্ত অংশে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানান। এসময় শিশু শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। শুধু চারা রোপণই নয়, এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে দ্রুত সড়কটি মেরামত ও পাকাকরণের দাবি জানান।
প্রতিবাদে অংশ নেয়া বক্তারা বলেন, ‘আমরা বছরের পর বছর এই সড়কের জন্য ভুগছি। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, রোগীদের হাসপাতালে নেয়া সবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আশেপাশের সড়কগুলো পাকা হলেও আমাদের এই সড়কটি কেন অবহেলিত, আমরা বুঝতে পারি না।’
তারা আরও বলেন, ‘এই সড়ক দিয়ে শুধু ফরিদগঞ্জ নয়, পাশের উপজেলা থেকেও অনেক মানুষ যাতায়াত করেন। অথচ সরকারের কোনো উদ্যোগ নেই। তাই আমরা বাধ্য হয়েছি প্রতিবাদ জানাতে।’
বিভি/এজেড
মন্তব্য করুন: