• NEWS PORTAL

  • সোমবার, ১৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পতেঙ্গায় জাহাজ থেকে পড়ে সুপারভাইজার নিখোঁজ

প্রকাশিত: ১৫:১৮, ১৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
পতেঙ্গায় জাহাজ থেকে পড়ে সুপারভাইজার নিখোঁজ

চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজ থেকে নামার সময় পা পিছলে সাগরে পড়ে আনোয়ার আজম খান নামের এক সুপারভাইজার নিখোঁজ হয়েছেন। কোস্টগার্ড ও নৌ পুলিশ তার সন্ধানে উদ্ধার তৎপরতা চালালেও সোমবার (১৮ আগস্ট) দুপুর পর্যন্তও তার কোনো খোঁজ মেলেনি। তিনি নোয়াখালীর সেনবাগ এলাকার নুরু খানের ছেলে। 

পুলিশ জানায়, নিখোঁজ ওই ব্যক্তি ‘নবাব খান’ নামের জাহাজে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। রবিবার রাত পৌনে ১১টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় জাহাজ থেকে নেমে আসার সময় পা পিছলে পানিতে পড়ে যান তিনি। এ ঘটনায় রবিবার রাতে সাধারণ ডায়েরি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।  

বিভি/এসজি

মন্তব্য করুন: