• NEWS PORTAL

  • সোমবার, ১৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পুলিশের পোশাকে চাঁদাবাজি করতে গিয়ে ধরা

প্রকাশিত: ১৮:১৩, ১৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
পুলিশের পোশাকে চাঁদাবাজি করতে গিয়ে ধরা

পুলিশের পোশাক পরে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন মো. তুষার শেখ নামে এক যুবক। পরে সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করা হয়। সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে। আটক মো. তুষার শেখ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুষার শেখ পুলিশের পোশাক পরে সোনাপুর মোড় এলাকায় বিভিন্ন দোকান থেকে টাকা আদায় করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে ধাওয়া করে। এ সময় তিনি সেনা ক্যাম্পে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ জাহেদুর রহমান গণমাধ্যমকে বলেন, এক ব্যক্তি পুলিশের পোশাক পরে সোনাপুর মোড়ে দোকানদারদের নিকট থেকে চাঁদা আদায় করছিলেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে ধরে ফেলে এবং পরে সেনা ক্যাম্পে নিয়ে যায়। সেনা কর্তৃপক্ষ আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: