সেনাবাহিনীর হাতে ধরা পড়লো ভুয়া পুলিশ সদস্য

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় থেকে তুষার শেখ (২৫) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (১৮ই আগস্ট) তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ভুয়া পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কালুখালী থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত ভুয়া পুলিশ পরিচয়ধারী তুষার কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শেখপাড়ার বিহাড়িয়া গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে কালুখালীর সোনাপুর মোড়ে তুষারের পুলিশ পরিচয়ে ঘোরাফেরা সন্দেহজনক হওয়ায় স্থানীয় জনতা তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তুষার পালিয়ে যাওয়ায় চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ধাওয়া করে। জনতার ধাওয়া খেয়ে তুষার কালুখালী সেনাক্যাম্পে আশ্রয় নেয়। এ সময় কালুখালী সেনাক্যাম্পের একটি টিম তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কালুখালী থানায় হস্তান্তর করে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান জানান, আটককৃত ভুয়া পুলিশকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন: