• NEWS PORTAL

  • সোমবার, ১৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চলন্ত অবস্থায় কাপলিং হুক ভেঙে মহানগর এক্সপ্রেসের ৬ বগি বিচ্ছিন্ন

প্রকাশিত: ২১:২০, ১৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
চলন্ত অবস্থায় কাপলিং হুক ভেঙে মহানগর এক্সপ্রেসের ৬ বগি বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের চলন্ত অবস্থায় দুই বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) বিকাল পৌনে ৬টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. সাকির জাহান জানিয়েছেন, চট্টগ্রাম থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রবেশের আগে দুটি বগির কাপলিং হুক ভেঙে ছয়টি বগি আলাদা হয়ে যায়। অবশিষ্ট ১০টি বগি নিয়ে ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি সম্পন্ন করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

পরবর্তীকালে ট্রেনটি ভৈরব রেলসেতুতে উঠার পর ইঞ্জিন বিকল হয়ে পড়লে ট্রেনটি সেতুতে আটকা পড়ে। এই ঘটনায় আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রেল কর্তৃপক্ষ ইতোমধ্যেই বিচ্ছিন্ন বগিগুলো সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু করেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: