• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মুন্সীগঞ্জে প্রাইভেট কার উল্টে নিহত ৩

প্রকাশিত: ০৮:৫৪, ২১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
মুন্সীগঞ্জে প্রাইভেট কার উল্টে নিহত ৩

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির প্রাইভেট কার উল্টে ঘটনাস্থলেই দুজনসহ মোট তিনজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আরও দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন। ফলে এ দুর্ঘটনায় এক নারীসহ তিন জন নিহত হয়েছে। 

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে। আহত ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মমিন উদ্দিন। 

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, এক্সপ্রেসওয়েতে মাওয়া থেকে ঢাকামুখী লেনে দ্রুতগতির প্রাইভেট কার উল্টে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করলে কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়। 

এ ঘটনায় নিহতরা হলেন- আরমান (২৫), রাইসা (২০) ও তানজিল (২৪) এছাড়া আহত অপর যাত্রীর নাম রবিন হোসেন। তবে নিহতদের বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।

মাত্রা অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অথবা অজ্ঞাত কোনো গাড়ির সাথে ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2