• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৬ ভারতীয় নাগরিক আটক, নেয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২০, ২১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
৬ ভারতীয় নাগরিক আটক, নেয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা

চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুসহ বিএসএফের পুশইন করা ৬ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর থেকে তাদের আটক করা হয়। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার রেজাউল করিম।

আটককৃতরা হলো- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থানার পাইকর গ্রামের মো. দানেশ (২৮), তার স্ত্রী সোনালী বেগম (২৬), সন্তান মো. সাব্বির (৮) এবং একই এলাকার আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বেগম (৩৩) ও তার দুই ছেলে কুরবান দেওয়ান (১৬) ও ইমাম দেওয়ান (৬)।

তিনি জানান, বাংলাদেশী তকমা দিয়ে দিল্লিতে ইটভাটায় কাজ করা ৬ নারী শিশু ভারতীয় নাগরিককে গত ২৬ জুন কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে পুশ-ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। পরে তারা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগরে আইনাল হকের ছেলে হাফু মিয়ার বাড়িতে গোপনে আশ্রয় নেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। তাদের ব্যাপারে খোঁজ-খবর নেয়া হয়েছে ও ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় সনাক্ত করা হয়েছে। তাদের বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। তবে তা না হলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সুপার আরও জানান, যেহেতু হাফু মিয়ার বাড়িতে ভারতীয় নাগরিকরা অবস্থান করছিল সেহেতেু তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিষয়েও খোঁজ খবর নেয়া হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2