• NEWS PORTAL

  • সোমবার, ২৫ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দিনাজপুরে বাস দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের নেতাসহ আহত ১৫

প্রকাশিত: ১৬:৫৯, ২৪ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
দিনাজপুরে বাস দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের নেতাসহ আহত ১৫

দিনাজপুর জেলার আমবাড়ি এলাকায় বাস দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ফারুক হাসানসহ ১৫ জন আহত হয়েছেন। রবিবার (২৪ আগস্ট) ভোর ৬টার দিকে ‘হেরিটেজ এক্সপ্রেস’ নামের যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। 

দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন ফারুক হাসান নিজেই। তিনি তার ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে ঘটনার বিবরণ দেন এবং জানান, তিনি ও আরও অনেক যাত্রী আহত হয়েছেন।

বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে, সেই বিষয়ে এখনও বিস্তারিত জানা না গেলেও স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, চালকের অসাবধানতা অথবা যান্ত্রিক ত্রুটি এর পেছনে কারণ হতে পারে।

আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কেউ গুরুতর আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বিভি/এসজি

মন্তব্য করুন: