নির্মাণাধীন ভবনের লিফটের জায়গার পানিতে পড়ে প্রাণ গেলো শিশুর

ছবি: সংগৃহীত
সাভারে একটি নির্মাণাধীন ভবনের লিফটের জায়গার পানিতে পড়ে সাড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন স্মরণিকা আবাসিক এলাকার ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাড়ে তিন বছরের শিশু তৌফিক বাবা রাজমিস্ত্রি ফারুকের সাথে ওই বাড়িতে যায়। এ সময় শিশুটি অসাবধানতাবশত লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গার পানিতে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। পরে পুলিশকে না জানিয়ে শিশুটির লাশ তার গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে যাওয়া হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: