• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:২৭, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় তাসলিমা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। 

নিহত তাসলিমা খাতুন উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর গ্রামের মশিউর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কয়েকজন শিশু রেললাইনের পাশে খেলছিলো। এ সময় রহনপুর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি লোকাল ট্রেন অতিক্রমকালে অন্যরা রেললাইনের পাশ থেকে চলে গেলেও তাসলিমাকে ধাক্কা দেয় ট্রেনটি। পরে স্থানীয়রা শিশুটিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2