• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৩ মাস পর খুললো সুন্দরবন, রয়েছে বনদস্যুর আতঙ্ক

আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:৫২, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৩ মাস পর খুললো সুন্দরবন, রয়েছে বনদস্যুর আতঙ্ক

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর বনজীবি ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবনের দুয়ার। 

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে ভ্রমণ পিপাসু পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করতে শুরু করেছেন। একই সাথে অভাব অনটনে পড়ে থাকা বনজীবীরাও তাদের কষ্ট ভুলে আবারও নতুন উদ্যমে ফিরেছেন সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণের জন্য। এতে স্বস্তি ফিরেছে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের সুন্দরবন নির্ভর মানুষের মধ্যে। তবে, বনের ভিতরে বনদস্যুদের অপহরণ ভয়ে আতঙ্কিত বনজীবীরা। 

জানা যায়, জীববৈচিত্র রক্ষায় ও মাছের প্রজনন বাড়ানোর লক্ষ্যে গত পহেলা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদীতে মাছ, কাঁকড়া ও মধু আহরনসহ পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। 

দীর্ঘ তিন মাস পর আজ থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি পাওয়ায় পুরোদমে ব্যস্ত সময় পার করছেন বনজীবীরা। দীর্ঘদিন অভাব অনটনে পড়ে থাকা বনজীবীদের মাঝে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। ৯ মাস পরিশ্রম করে ১২ মাসের খোরাকী জোগাড় করতে হয় বনজীবীদের। যে কারণে জেলেরা নৌকা মেরামত নৌকায় রং লাগানো, জাল মেরামত ও জালে রং করা সম্পন্ন করে আবারো নেমে পড়েছেন তাদের কর্মযজ্ঞে। কেউবা দাদন নিয়ে, কেউবা সমিতি থেকে ঋণ নিয়ে চাল, ডাল, তরি তরকারি নিত্য প্রয়োজনী জিনিস পত্র সংগ্রহ করেছেন। 

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী, কদমতলা, কৈখালী ও কোবাদক এই চারটি ফরেস্ট স্টেশনের আওতায় সুন্দরবনে প্রবেশের জন্য ২ হাজার ৯৭০টি বোর্ড লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) দেওয়া হয়েছে। 

সুন্দরবন নির্ভর জেলে আব্দুর রহিম জানান, স্বস্তি ফেরার আগেই নতুন আতঙ্ক বনদস্যুদের উৎপাত। সম্প্রতি বনের মধ্যে দস্যুদের তৎপরতা বেড়ে গেছে। এনিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন বলে আরও জানান।

সুন্দবনের উপর নির্ভর আইয়ুব আলী, আজগর আলী ও আব্দুর রহিমসহ অনেকেই জানান, সারাজীবন তারা সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণ এবং সুন্দরবনে পর্যটকদের বহনকৃত ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ আসছেন। তবে, দীর্ঘ তিন মাস পাস বন্ধ থাকায় তারা অনেকটা মানবেতর জীবনযাপন করেছেন। বন্ধকালীন সময়ে তারা কোনো সরকারি সহায়তা না পাওয়ায় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের বর্তমানে সংসার চালাতে কষ্ট হচ্ছে। অনেকেই আবার সমিতি থেকে ঋণ নিয়ে ও মহাজনের কাছ থেকে দাদন নিয়ে গত তিন মাস সংসার চালানোর পাশাপাশি তাদের নৌকা ও ট্রলার মেরামতসহ বাজার সওদা করেছেন। সুন্দরবনে গিয়ে উপার্জন করার পর সেই টাকা পরিশোধ করবেন। তারা এসময় বন্ধকালীন সময়ে সরকারি সহায়তার দাবি জানান।


বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ধীর্ঘ তিনমাস বন্ধ থাকার পর আজ ভোর থেকে জেলে-বাওয়ালীরা পাস সংগ্রহ করে মাছ, কাকড় ও মধু আহরণের জন্য সুন্দরবনে ভিতরে রওনা হয়েছেন। সাতক্ষীরা রেঞ্জের আওতায় ৪টি স্টেশন রয়েছে। সেখান থেকে জেলে বাওয়ালীরা পাস সংগ্রহ করছেন। আনুমানিক প্রায় ৮’শ পাস ইতোমধ্যে সংগ্রহ করেছেন তারা। এছাড়া সুন্দরবনের ভিতরে দুটি ইকোট্যুরিজম রয়েছে। সেখানে ট্যুরিস্টরা আগমন শুরু করেছেন। তারা পরসপারমিট ও সরকারের রাজস্ব দিয়ে সুন্দরবনের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য আগমন শুরু করেছেন।  ট্যুরিস্ট পয়েন্ট গুলোতে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সুন্দরবনকে নিরাপদে রাখার জন্য সুন্দরবনের ভিতরে এবং ইকোট্যুরিজম গুলোতে কোনো প্লাস্টিক জাতীয় পণ্য না ফেলে সে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ ও ট্যুরিস্ট গাইড রয়েছে। যাতে তারা সুন্দরবনের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। সুন্দরবনের অভায়রণ্যে প্রত্যেকটি টহল ফাড়ি নিয়মিত টহল দিয়ে থাকেন। এছাড়া স্মার্ট টিম  রয়েছে দুটি তারাও বনের ভিতরে টহল দিয়ে থাকেন। 

তিনি আরও বলেন, প্রবেশ নিষিদ্ধ গভীর অভারাণ্যে কেউ প্রবেশ করলে তাকে আটক করা হয় এবং আদালতে মাধ্যমে সাজা নিশ্চিত করা হয়। তিনি এসময় বনদস্যু কর্তৃক অপহরনের ঘটনায় কেউ কোনো অভিযোগ এখন বনবিভাগকে দেননি বলে জানান। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরার রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক জানান, জেলে-বাওয়ালি ও পর্যাটকদের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। কোস্টগার্ড, নৌ-পুলিশ ও বন বিভাগ যৌথভাবে টহল দেবে। তবে নিয়ম মেনে সবাইকে পাস নিয়ে বনে প্রবেশ করতে হবে। এছাড়া সম্প্রতি বনদস্যুদের তৎপরতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে তাদের কাছে কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান এই কর্মকর্তা। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2