• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে পুড়েছে জামায়াতের কার্যালয়সহ ৪ দোকান

প্রকাশিত: ১৭:৫৬, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে পুড়েছে জামায়াতের কার্যালয়সহ ৪ দোকান

রাজবাড়ীর কালুখালী উপজেলায় অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়সহ চারটি দোকান পুড়ে গেছে। 

রবিবার দিবাগত রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রাম বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে বাজার থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসে। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই চারটি দোকান ও জামায়াতের কালিকাপুর ইউনিয়ন কার্যালয় পুড়ে যায়। পাশাপাশি তালাবদ্ধ একটি রাইস মিলে থাকা মালামালও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডে উজ্জ্বল শেখের রাইস মিলঘর, মিলনের সেলুন, মিলন শেখের মুদি দোকান ও নুরুল ইসলামের চায়ের দোকান এবং ইউনিয়ন জামায়াতে ইসলামের কার্যালয় সম্পূর্ণ পুড়ে গেছে।

রাইস মিল ব্যবসায়ী উজ্জ্বল শেখ বলেন, আমার রাইস মিলের দুটি মোটর, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও দোকানের নানা মালামাল আগুনে পুড়ে গেছে। এতে আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আ. রব বলেন, অগ্নিকান্ডে আমাদের ইউনিয়নের দলীয় কার্যালয় পুড়ে গেছে। আমাদের প্রায় ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।

এছাড়া অন্য দোকান গুলোতেও লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের সদস্যরা ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2