• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নাটোরে হাসপাতাল থেকে চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৭:৩৩, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নাটোরে হাসপাতাল থেকে চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোরে নিজ মালিকানাধীন হাসপাতাল থেকে ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা. এ এইচ এম আমিরুল ইসলাম এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ দুপুর আড়াইটার দিকে হাসপাতালের বিশ্রাম কক্ষ থেকে উদ্ধার করা হয়। এটা নৃশংস হত্যাকান্ড বলে জানান, পুলিশ।   

নিহত ডা. এ এইচ এম আমিরুল ইসলাম নাটোর শহরের মাদ্রাসা মোড়ে অবস্থিত জনসেবা হাসপাতালের মালিক ও এমবিবিএস (সার্জারী) চিকিৎসক। সেই সাথে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির নাটোর শাখার সভাপতি ও জিয়া পরিষদের সদস্য এবং চিকিৎসকদের সংগঠন ড্যাবের সাবেক  আহবায়ক ছিলেন। ডা. এ এইচ এম আমিরুল ইসলাম সিংড়া উপজেলার বাশবাড়িয়া এলাকার হাসান মাস্টারের ছেলে।

হাসপাতালের স্টাফ লিটন ঘোষ জানান, গতরাত ১টার দিকে হাসপাতালে রোগির অপারেশ শেষে বিশ্রাম নিতে নিজ কক্ষে যায়। এসময় সকাল ১০টার দিকে তাকে জাগানোর কথা বলে ঘুমাতে যান তিনি। সকাল ১০টার দিকে তিনি ঘুম থেকে না জাগায় স্টাফরা তাকে ডাকাডাকি করে। পরে না জাগলে দুপুর ২টার দিকে ঘরের দরজা খুলে ডা. আমিরুল ইসলাম এর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 

নাটোর পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহটি দেখে প্রাথমিক ভাবে মনে হচ্ছে নৃশংস ভাবে তাকে হত্যা করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, এই কর্মকর্তা। 

এদিকে দলের একজন সদস্য ও পতিতযশা চিকিৎসকের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় তিনি এমন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি জানান, তিনি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2