চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ মামলার অন্যতম আসামি হান্নান গ্রেফ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি মো. হান্নানকে গ্রেফতার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, হান্নান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলার অন্যতম আসামি। সংঘর্ষ উসকে দেওয়া ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সক্রিয় ভূমিকা ছিলো বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
হানিফের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি মামলাসহ আরও অন্তত ১২টি মামলা রয়েছে। তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার রাতে হাটহাজারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করে পুলিশ।
বিভি/এসজি
মন্তব্য করুন: