• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীতে ড্রাম ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৮, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রাজবাড়ীতে ড্রাম ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীর পাংশায় ড্রাম ট্রাক চাপায় রবিউল ইসলাম রজব (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত রজবের পিতার নাম তোফাজ্জেল হোসেন। তার বাড়ি রাজবাড়ী কালুখালী উপজেলার সাওরাল ইউনিয়নের ঘাটোরা গ্রামে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিউল ইসলাম টাকা উত্তোলনের জন্য ব্যাংকে যাচ্ছিলেন। মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুত গতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় স্থানীয় জনতা ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে একটি ড্রাম ট্রাকের চাপায় তিনি মারা গেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: