• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে পাঁচ শতাধিক মানুষ পেল বিশুদ্ধ পানির নিশ্চয়তা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪০, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে পাঁচ শতাধিক মানুষ পেল বিশুদ্ধ পানির নিশ্চয়তা

অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান এর উপহার হিসেবে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ রেজামনি পাড়া ও কারিগর পাড়ার বাসিন্দাদের জন্য সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ ও সুপেয় পানি প্রকল্প উদ্বোধন হয়েছে। এতে খুশি ঐ দুই গ্রামের প্রায় ১২০ পরিবারের পাঁচ শতাধিক মানুষ। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপরে  সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ এ প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি এলাকায় নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসহ পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। রেজামনি পাড়া ও কারিগর পাড়ার সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ ও সুপেয় পানি সরবরাহ প্রকল্প তার উদাহরণ। একটি টিম এক হয়ে কাজ করতে পারলে উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিনসহ খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিএসও-২ (ইন্ট) মেজর আরেফিন জুয়েলসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বর্তমান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান চাকরির শুরুতেই এই রেজামনি পাড়া ক্যাম্পে ক্যাম্প কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। সেই স্মৃতিচারণ করতে ২০২৫ সালের ২৯ মার্চ রেজামনি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে আসলে তিনি স্থানীয় মেম্বার, কারবারি ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শোনেন এবং রেজামনি পাড়া ও কারিগর পাড়া এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দেন। মাত্র সাড়ে চার মাসের মধ্যে সেনাপ্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় খুশি স্থানীয়রা।

বিভি/এসজি

মন্তব্য করুন: