হাটহাজারীতে বিকাল পর্যন্ত ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সুন্নি ও কওমি আকিদার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৭০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে তিনটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে জশনে জুলুসে যাওয়ার পথে সে হাটহাজারী মাদ্রাসার সামনের একটি ছবি সংযুক্ত করে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করে ফেসবুকে একটি পোস্ট করে। মুহূর্তেই তার পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়লে হাটহাজারী মাদ্রাসায় উত্তেজনা দেখা দেয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানালেও কওমী অঙ্গনের একটি পক্ষ হাটহাজারী বাসস্টেশন এলাকা অবরোধ করে বিভিন্ন গাড়িতে ভাঙচুর চালায়। এ ঘটনায় ফটিকছড়ির শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে ফেসবুক পোস্টদাতা যুবক আরিয়ান ইব্রাহীমকে আটক করেছে পুলিশ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: