ভোলায় ঘরে ঢুকে মসজিদের খতিবকে হত্যা করলো দুর্বৃত্তরা

ভোলায় ঘরে ঢুকে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে শহরের চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা হয়। নিহত মাওলানা আমিনুল হক নোমানী মাওলানা এনামুল হকের ছেলে। স্থানীয়রা জানান, গত দু'দিন আগে আমিনুল হকের শ্বশুর অসুস্থ হওয়ায় তার স্ত্রী-সন্তান বাবার বাড়িতে যান।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় মসজিদে এশার নামাজ শেষে এনামুল নিজ বাড়িতে যান। রাত ৯টার দিকে প্রতিবেশীরা চিৎকার শুনে ঘরে ঢুকলে তার রক্তাক্ত দেহ দেখতে পান। গুরুতর আহবস্থায় তাকে ভোলা সদর হাসপাতলে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: