রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে আগুন, পুলিশের মামলায় গ্রেফতার ৫

ফাইল ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে আগুন ও পুলিশের ওপর হামলার ঘটনায় যৌথবাহিনীর অভিযানে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে।
এর আগে শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপরিদর্শক-এসআই সেলিম মোল্লা বাদী হয়ে সাড়ে তিন হাজার জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে।
গত ২৩ আগস্ট পাঁচ নম্বর ওয়ার্ডের নুরাল পাগলার মৃত্যুর পর ১২ ফুট উঁচুতে কবর দেয়া হয়। কবরটি নিয়ে গত কয়েকদিন ধরে জেলা জুড়ে চলছিল উত্তেজনা। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মার নামাজ পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদী জনতা। এক পর্যায়ে নুরাল পাগলার দরবার শরীফে হামলা চালায় তারা।
পাল্টা আক্রমণ করে নুরাল পাগলার ভক্তরাও। এতে নিহত হন একজন। আহত হন দু'পক্ষের শতাধিক মানুষ। পরে দরবার শরীফে ঢুকে আগুন লাগিয়ে দেয় তৌহিদী জনতা।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় গাড়ি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে নানা উদ্বেগ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: