আর্থিক দ্বন্দ্বে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

আর্থিক দ্বন্দ্বের জেরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে রবি চন্দ্র ভদ্র (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক। বুধবার রাত ১০টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত করুনা রানী (৬২) মান্দারতা গ্রামের মৃত পটিক চন্দ্র ভদ্রর স্ত্রী। অভিযুক্ত রবি চন্দ্র তার ছেলে।
এলাকাবাসী জানান, গতকাল রাত ১০টার দিকে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রবি চন্দ্র ধারালো বটি দিয়ে তার মায়ের গলায় কোপ দেন। ঘটনাস্থলেই করুনা রানী ভদ্রের মৃত্যু হয়। ঘটনার পরপরই রবি চন্দ্র পালিয়ে যান। আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর.এম আল মামুন বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বিভি/এআই
মন্তব্য করুন: