• NEWS PORTAL

  • রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কে ছয় লেনের কাজ চলায় যাত্রীর চাপ বেড়েছে রেলের

প্রকাশিত: ১০:২৫, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১০:২৬, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা-সিলেট মহাসড়কে ছয় লেনের কাজ চলায় যাত্রীর চাপ বেড়েছে রেলের

ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কে ছয় লেনের কাজ চলায় যাত্রীর চাপ বেড়েছে রেলের ওপর। তবে, রেলের বগি ও ইঞ্জিন কম থাকায় সংকট দেখা দিয়েছে ট্রেনের টিকেটের। এতে দুর্ভোগে যাত্রীরা। এমন অবস্থায় যাত্রী সুবিধার জন্য বগি বাড়ানো ও সিলেট-কক্সবাজার রেল চালুর দাবি স্থানীয়দের। 

চলছে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ। নিত্যদিনই রেলে চাপ বেড়ছে যাত্রীদের। এর সাথে রেলের বগি ও ইঞ্জিন সংকট। জানা গেছে, প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামমুখী ৬টি ট্রেনে ৩৬০০ থেকে ৩৮০০ যাত্রী সিলেট রেলওয়ে স্টেশন থেকে যাতায়াত করেন। এতে ভোগান্তিতে তারা। 

সার্ভার জটিলতায় অনলাইনে টিকিট কাটা যায় না, কাউন্টারেও টিকিট মিলেছে না- এমন অভিযোগ যাত্রীদের। বর্তমানে ঢাকা-সিলেট রুটে মাত্র ৪টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। সিলেট-চট্টগ্রাম রুটে চলছে দুটি আন্তঃনগর ট্রেন। ফলে যাত্রী চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ। এছাড়া বন্ধের পথে রয়েছে সিলেট থেকে ছেড়ে যাওয়া একমাত্র মেইল ট্রেন সুরমা মেইল।

এমন অবস্থায় যাত্রী সুবিধার জন্য বগি বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান, রেলওয়ে কর্তৃপক্ষ। 

ঢাকা ও চট্টগ্রাম রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর পাশাপাশি সিলেট–কক্সবাজার রেল চালুর দাবি সিলেটবাসীর। 

বিভি/এআই

মন্তব্য করুন: