• NEWS PORTAL

  • রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ দুইজন আটক

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ দুইজন আটক

মাগুরায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন- মাগুরা সদরের পারলা গ্রামের মৃত রুস্তম বিশ্বাসের ছেলে মোস্তাক (৩৭) ও তার বড় ভাই মোহাম্মদ দাউদ আলী বিশ্বাস (৪৬)।

আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে মাগুরা সদরের পারলা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্র জানায়, মাগুরা সেনাক্যাম্প ও সদর থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাল্লা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ মুস্তাক ও তার বড় ভাইকে আটক করেছে। এ সময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তাদের নামে একাধিক মামলা রয়েছে। তাদের দুজনকে আটকের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: