প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মশালার স্ক্রিনে ফ্যাসিবাদের ছবিতে তোলপাড়

প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, ফ্যাসিবাদ চলে গেছে তা মনে করা ঠিক হবে না। এর অনেক রূপ আছে। যখন যেটা টের পাই তার ব্যবস্থা নেই আমরা। উপদেষ্টার উপস্থিতে রংপুরে এক কর্মশালায় স্ক্রিনে ভেসে উঠা শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রংপুর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে ‘লাইভস্টক এন্ড ডেইরী ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে রংপুর বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সূচনা লগ্নে প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানীর সঞ্চালনায় স্ক্রিনে ভেসে উঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সবাই হতবম্ভ হন। এ বিষয়ে উপদেষ্টা বলেন, এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনো ভাবেই গ্রহণযোগ্য না। এ নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনিক ব্যবস্থা নেয়ারকথাও বলেন তিনি।
উপদেষ্টা বলেন, নিরাপদ ও রোগমুক্ত প্রাণির মাধ্যমে নিরাপদ মাংস, দুধ, ডিম নিশ্চিতে দেশে নানা রোগের ভ্যাকসিন উৎপাদনে কাজ করছে সরকার। প্রাণী ও মানুষের স্বাস্থ্য রক্ষায় গুরুত্ব দেয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরসহ মন্ত্রণালয় ও রংপুর বিভাগের মৎস ও প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তারা।
বিভি/এজেড
মন্তব্য করুন: