• NEWS PORTAL

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

সিলিংয়ে ঝুলছে রুবেল, বিছানায় স্ত্রী ও শিশু কন্যার নিথর দেহ! 

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সিলিংয়ে ঝুলছে রুবেল, বিছানায় স্ত্রী ও শিশু কন্যার নিথর দেহ! 

সাভারের আশুলিয়ায় সন্তানসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে স্বামীর লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায়, শিশু কন্যা ও তার স্ত্রীর লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুরের হা-মীম পোশাক কারখানার তিন নম্বর গেট সংলগ্ন এলাকার আবুল হোসেনের টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে তাদের লাশগুলো উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহতরা হলেন- বগুড়া জেলার ধুনট থানার নলডাঙা গ্রামের রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার (৩০) ও তাদের ৫ বছরের কন্যা সন্তান জামিলা। তারা বগুড়ার বড়িতলি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা বলেন, সোনিয়া বেগম তার স্বামী সন্তান নিয়ে আবুল হোসেনের টিনশেড বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। গতকাল (রবিবার) বিকালে ওই বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ওই কক্ষের দরজা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। সন্তানের মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে ও স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। তবে স্বামী রুবেল কী কারণে স্ত্রী-সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন এমন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। 

প্রতিবেশী রুহুল আমিন জানান, রুবেল ও তার স্ত্রী সোনিয়া আক্তার স্থানীয় একটি গার্মেন্টের কর্মী ছিলেন। তারা তাদের গ্রামের বাড়িতে অনেক টাকা ঋণগ্রস্ত ছিলেন। প্রায় সময়ে তাদের পাওনাদারদের চাপে থাকতে হতো। তাদের কোনো নিকট আত্মীয় খুঁজে পাওয়া যায়নি।

আশুলিয়া থানার এসআই মজিবুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি টিনশেড বাড়ির কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনকে ঝুলন্ত অবস্থায় বাকি দুইজনের লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুবেল তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তাদের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: