গরু বেচাকেনা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় গরু বেচাকেনা নিয়ে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জীবননগর উপজেলার উথলী গ্রামে এই ঘটনা হয়। নিহত দুই ভাই আনোয়ার হোসেন ওরফে মিন্টা মিয়া ও হামজা আলী বড় মসজিদ পাড়ার মৃত ক্ষুদে মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচ মাস আগে উথলী গ্রামের আমোদ আলীর ছেলে খোকার সাথে হামজার গরু কেনা-বেচা নিয়ে বিরোধ হয়। এক সপ্তাহ আগে এ বিষয়ে তাদের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়।
এদিন সকালে উথলী গ্রামের ৭২ নং ব্রীজ মাঠে কৃষি কাজ করতে যান হামজা ও তার ভাই মিন্টা। এসময় প্রতিপক্ষের ৮-১০ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে। গুরুতর আহতবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: