• NEWS PORTAL

  • শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

শত্রুকে কখনও দুর্বল ভাববেন না: আফরোজা খানম রিতা

আকরাম হোসেন, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৫:০০, ২০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শত্রুকে কখনও দুর্বল ভাববেন না: আফরোজা খানম রিতা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেছেন, শত্রুকে কখনও দুর্বল ভাববেন না। শত্রু যতই দুর্বল হোক আমাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। আমাদের দুর্বলতা নিয়ে প্রতিপক্ষ যেন খেলতে না পারে সেদিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদের অডিটোরিয়ামে কৃষকদলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি আরও বলেন, সামনে নির্বাচন আসছে। তরুণ প্রজন্মকে বোঝাতে হবে বাংলাদেশে যদি কোন দল থাকে সেটা ধানের শীষের দল। এর বিকল্প আর কিছু নেই। এটাই আমরা মনেপ্রাণের ধারণ করি।

জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আ.ত.ম জহির আলম খান লোদী, এ্যাড. নুরতাজ আলম বাহারসহ বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2