সীমান্তে মিললো কোটির টাকা ওষুধ, ধরা পড়লো না কেউ

ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা এক কোটি ২০ লাখ টাকার ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগাং এলাকা থেকে উক্ত ঔষধগুলো জব্দ করা হয়। তবে, এই সময় কাওকে আটক করা যায়নি।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এর পাঠানো এক প্রেস বিজ্ঞপিএত সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি অসাধু চক্র ভারত হতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর থানাধীন মীরগাং ও তৎসংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে নদী পথে বিপুল পরিমাণ ঔষধের একটি বড় চালান বাংলাদেশে নিয়ে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে কোস্ট গার্ড স্টেশন কৈখালী শাখার সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা এক কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়। তবে, এ ঘটনায় কোস্ট গার্ডের সদস্যরা কোন চোরাচালানিকে আটক করতে সক্ষম হননি। জব্দকৃত ঔষধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: