খুলনার উচ্ছেদ অভিযানে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

খুলনার মুজগুন্নির বাস্তুহারা কলোনিতে অবৈধ উচ্ছেদ অভিযানের সময় পুলিশ ও বাসিন্দাদের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান চলায় প্রশাসন। এসময় টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বাসিন্দারা।
এদিন ১০ টার দিকে পুলিশ লাঠিচার্জ শুরু করলে ইটপাটকেল নিক্ষেপ ও বুলডোজার ভাংচুর করে স্থানীয়রা। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
স্থানীয়দের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে উচ্ছেদ অভিযান চালাতে দেওয়া হবে না। এ ঘটনায় আপাতত অভিযান স্থগিত রেখেছে প্রশাসন। থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়।
জানা যায়, ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ পাশের জায়গাটি লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করে। ৩৫ বছর পার হলেও এখনও জায়গা বুঝে পাননি ৪২টি প্লটের মালিকগণ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: