• NEWS PORTAL

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩ বছর পর এলো ৬০ টন টমেটো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩ বছর পর এলো ৬০ টন টমেটো

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দীর্ঘ তিন বছর পর আমদানী হয়ে এসেছে ৬০ মেট্রিক টন টমেটো। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভারতীয় দুইটি ট্রাক ভর্তি টমেটো সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডে প্রবেশ করে। এসব টমেটো আমদানি করেছেন জয়নাল আবেদিন নামে এক আমদানিকারক।

এ বিষয়ে পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, এই স্থলবন্দরে এর আগেও টমেটো আমদানি হয়েছে। তবে দীর্ঘ তিন বছর থেকে তা বন্ধ ছিল। হঠাৎ আজ দুইটি ট্রাকে ৬০ মেট্রিক টন টমেটো আমদানি হয়েছে।

জানা গেছে, এসব টমেটোর গাড়ি লোড-আনলোড হয়েছে। দ্রুতই দেশের বিভিন্ন স্থানে আমদানি করা টমেটোগুলো ছড়িয়ে যাবে বলে জানান তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2