• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

সাজেক ও খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করছেন স্থানীয়রা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সাজেক ও খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করছেন স্থানীয়রা

সাজেক ও খাগড়াছড়িতে আটকে পড়া আরো প্রায় এক হাজার পর্যটককে নিজ গন্তব্যে পৌছে দিয়েছে সেনাবাহিনী। তার মধ্যে সাজেকে আটকে ছিলো ৫১১ জন পর্যটক। বর্তমান পরিস্থিতিতে সাজেক ও খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছেন স্থানীয়রা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন অধিনায়ক লে. কর্নেল মো মনিরুল ইসলাম ও  টু-আইসি মেজর নাহিদ বিন হাফি-এর নেতৃত্বে সাজেক থেকে ৫১১ জন পর্যটককে কড়া প্রহরায় দীঘিনালা সেনা জোনের কাছে হস্তান্তর করেন। বাঘাইহাট জোনে অসুস্থ পর্যটকদের চিকিৎসা সেবা দিয়ে দীঘিনালা জোনের সেনা সদস্যরা খাগড়াছড়ি সদর জোনের কাছে হস্তান্তর করার পর বিকালে নিরাপত্তা বাহিনীর কড়া প্রহরায় সমতলে পৌছে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিন।

টানা প্রায় ৪দিন অনেকটা  বন্দি জীবন থেকে নিজ গন্তব্যে ফিরতে পেরে খুশি পর্যটকরা। এর আগে গত ২৭ সেপ্টেম্বর অবরোধে সাজেকে আটকা পড়ে ২ হাজার ১শ জনসহ প্রায় সাড়ে তিন হাজার পর্যটক।  

উল্লেখ, এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনার জেরে শনিবার খাগড়াছড়ি জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ও সহিংসতায় সাজেক ও খাগড়াছড়িতে কয়েক হাজার পর্যটক আটকা পড়ে। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2