• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আজ মহাসপ্তমী: পূজামণ্ডপে দেবী আরাধনায় ব্যস্ত ভক্তরা

প্রকাশিত: ১৫:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আজ মহাসপ্তমী: পূজামণ্ডপে দেবী আরাধনায় ব্যস্ত ভক্তরা

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হলেও সপ্তমী থেকেই মূল পূজা শুরু হয়। আজ থেকেই দেবীর অন্নভোগ আরম্ভ এবং দেবীকে ষোড়শ উপাচারে পূজিত করা হয়। বিশ্বাস করা হয়, এই তিথিতেই দেবী জাগ্রত হয়ে অশুভ শক্তি দমন করেন।

হিন্দু শাস্ত্র অনুযায়ী, এবার দেবী গজ বা হাতিতে চড়ে আসছেন। এর প্রতীকী অর্থ— মর্ত্যলোক ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।

সকালে নবত্রিকা স্থাপনের মধ্য দিয়ে পূজা শুরু হয়। কদলী (কলা), কচু, হলুদ, জয়ন্তী, বেল, দাড়িম্ব (ডালিম), অশোক, মান ও ধান এই নয়টি উদ্ভিদকে একত্র করে কলাবউ রূপে দেবীর ডান পাশে প্রতিস্থাপন করে পূজা করা হয়। পরে দেবীকে স্নান, চক্ষুদান, বস্ত্র, নৈবেদ্য, পুষ্প, চন্দন, ধূপ ও দীপ নিবেদন করে আরাধনা করা হয়।

রাজবাড়ীতে এ বছর পাঁচটি উপজেলায় ৪৪০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশে সকাল থেকে পূজামণ্ডপগুলোতে ভক্তদের ভিড় দেখা গেছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2