খুলনায় ছেলের হাতে বাবা খুন

ফাইল ছবি
খুলনা বসুপাড়ায় ছেলের হাতে বাবার খুনের অভিযোগ পাওয়া গেছে।
নগরীর বাঁশতলা মোড়ে বরকতিয়া মসজিদের সামনে নিজ বাসায় গতরাতে (২ অক্টোবর) এ হত্যাকাণ্ড হয়। নিহত লিটন খান পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও তার স্ত্রী চাদনীকে বাড়িতে রেখেই অফিসে গিয়েছিলেন ব্যবসায়ী লিটনের স্ত্রী।
পরে রাতে বাড়ি ফিরে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। এসময় দরজা খুলে ঘরে ঢুকতেই মেঝেতে স্বামীর লাশ দেখতে পান।
পুলিশে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। লিটনের গলায় ওড়না পেঁচানো, গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং পাশে রক্তমাখা বটি পড়ে থাকতে দেখা যায় বলেও জানায় পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের ছেলে লিমন ও তার স্ত্রী চাদনী পলাতক রয়েছে।
৪ দিন আগে তারা ঢাকা থেকে খুলনায় আসেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা উদঘাটনে তদন্ত চলছে।
বিভি/এআই
মন্তব্য করুন: