• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় প্রাণ ফিরছে খাগড়াছড়িতে

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ১২:২৬, ৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় প্রাণ ফিরছে খাগড়াছড়িতে

ছবি: সংগৃহীত

পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় প্রাণ ফিরেছে খাগড়াছড়ি জেলার ব্যবসা-বাণিজ্যে। ১৪৪ ধারা বহাল থাকলেও শহরে তার কোনো প্রভাব নেই।

এরইমধ্যে সাজেক গেছেন সাত শতাধিক পর্যটক। এতে খুশি স্থানীয় পর্যটক নির্ভর ব্যবসায়ীরা। পৌর শাপলা চত্বর পর্যটকে ঠাসা। হোটেল ও সাজেক ষ্টেশনে দাঁড়ানোর জায়গা নেই।

এদিকে, নির্যাতিত মেয়েটির মেডিকেল রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর ঘটনায় উদেগ্ব প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখা।

সংগঠনের সভাপতি ডাক্তার শহীদ তালুকদার ও সাধারণ সম্পাদক ডাক্তার টুটুল চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসস্মানজনক ও অগ্রহণযোগ্য অপপ্রচার চলছে। এতে চিকিৎসক সমাজ গভীরভাবে মর্মাহত ও ব্যথিত।

শহরের সকল দোকানপাট খোলা রয়েছে। তবে জন-নিরাপত্তায় শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, আমর্ড পুলিশ। এছাড়া খাগড়াছড়ি জেলা সদরে মোতায়েন রয়েছে ১০ প্লাটুন বিজিবি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2