• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রকাশিত: ১২:৫৫, ৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া চত্বর এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছে।  

শুক্রবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— নরসিংদীর মনোহরদী থানার সুকুন্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহ (৪০) এবং অপরজনের পরিচয় জানা যায়নি। 

আহতরা হলেন— সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তার স্ত্রী সালমা বেগম (৩৫) এবং তাদের ছেলে তামিম (৪)। তারা সফিপুর থেকে সিএনজি অটোরিকশাযোগে নরসিংদী যাচ্ছিলেন। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুরের সফিপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি নরসিংদী যাচ্ছিলো। এক পর্যায়ে সিএনজিটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দু’জন মারা যায়। এ ঘটনায় সিএনজির আরও তিন যাত্রী গুরুতর আহত হয়। 

পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল গণমাধ্যমকে জানান, সিএনজি ও ড্রাম ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2