মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অপর একজন আহত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) মাগুরা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের সাতনাফুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের সাতনাফুরিয়া এলাকায় মোটরসাইকেল ও অবৈধ ইঞ্জিন চালিত লাটা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেলের আরোহীসহ দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর এক জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী আবু হুরায়রা (২২) মাগুরা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়ন এর পাথরঘাটা গ্রামের বাকের বিশ্বাসের ছেলে। অপর এক জনের নাম পরিচয় এখনো জানা যায়নি।
একই ঘটনায় আহত রিফাত (১৮) শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়ন এর কুশখালি গ্রামের সৌদি আরব প্রবাসী হাফিজুর রহমান এর ছেলে।
পেশায় ডেকোরেটর ব্যবসায়ী রিফাত জানায়, তার দোকান কর্মী আবু হুরায়রাকে নিয়ে আড়পাড়া থেকে বাড়ি ফেরার পথে সাতনাফুরিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অবৈধ লাটা গাড়ির সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাতনাফুরিয়া এলাকায় মোটরসাইকেল ও লাটা গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতদের আবু হুরায়রা নামে একজনের পরিচয় পাওয়া গেছে যিনি আহত রিফাতের ডেকোরেটারের দোকানের কর্মচারী। রিফাত ও আবু হুরায়রা দুইজন মোটর সাইকেল যোগে আড়াপাড়া বাজার থেকে চতুরবাড়ীয়ার দিকে যাচ্ছিল। এ সময় সাতনাফুরিয়া এলাকায় পৌঁছালে আড়পাড়ার দিকে আসা যাত্রীবাহী লাটা গাড়ির সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক আবু হুরায়রা নিহত ও রিফাত আহত হয়। এ সময় দুর্ঘটনায় আরেকজন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। তবে স্থানীয়দের মতে অজ্ঞাত ব্যক্তি পথচারী ছিলেন। তার নাম ঠিকানা এখনো জানা যায়নি।
বিভি/এসজি
মন্তব্য করুন: