• NEWS PORTAL

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫

বিএনপির ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের মূলমন্ত্র: জিয়াউদ্দিন হায়দার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ১০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বিএনপির ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের মূলমন্ত্র: জিয়াউদ্দিন হায়দার

‘বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি মূলমন্ত্র’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, ‘এই ৩১ দফার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন- সবক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। বিএনপি জনগণের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই দেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়।’

‎বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৫টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র ঝালকাঠি জেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

‎বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। স্থানীয় নাগরিকরা ন্যাশনাল হেলথ কার্ড’-এর মাধ্যমে এসব কেন্দ্র থেকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে পারবেন। শিশুদের পুষ্টি পরামর্শ, বয়স্কদের রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদানেরও ব্যবস্থা থাকবে।

‎তিনি আরও জানান, প্রাইমারি হেলথকেয়ারকে দুই ভাগে ভাগ করা হবে এবং প্রতিটি এলাকায় আধুনিক হেলথ হাব গড়ে তোলা হবে। পাঁচ বছরের নিচে কোনো শিশু যেন অপুষ্টিতে না ভোগে, নারীরা যেন সঠিক মাতৃসেবা পান- এটি নিশ্চিত করা হবে।

‎জনগণের আস্থা ফিরিয়ে আনা প্রসঙ্গে বলেন, আমি একজন চিকিৎসক হলেও আজ এখানে এসেছি একজন রাজনীতিবিদ হিসেবে। জনগণের সঙ্গে পার্টনারশিপে যেতে হবে। রাষ্ট্রের সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছে- তারা এখন বিশ্বাস করতে চায় না। বিএনপি সেই আস্থা ফিরিয়ে আনতে চায়।

‎তিনি আরও বলেন, প্রতিটি জেলা হাসপাতালকে কেন্দ্র করে সংশ্লিষ্ট উপজেলা হাসপাতালগুলোকে শক্তিশালী করা হবে। উপজেলা ও জেলা হাসপাতালকে সীমিত স্বায়ত্তশাসন দিয়ে অবকাঠামো সংস্কার, যন্ত্রপাতি কেনা ও ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো নাগরিক অবহেলিত থাকবে না।

‎অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাজনৈতিক শুদ্ধতা জরুরি উল্লেখ করে ডা. হায়দার বলেন, অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে ব্যবসা-বাণিজ্য টেকসই হয় না। যেমন হৃদযন্ত্র সুস্থ না থাকলে শরীর অসুস্থ হয়ে পড়ে, তেমনি অর্থনীতি ভেঙে পড়লে গোটা রাষ্ট্র অসুস্থ হয়ে পড়ে।

‎তিনি বলেন, আমরা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে ৩৬০ ডিগ্রি পরিকল্পনায় কাজ করছি। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সরকার তখন ব্যবসা সহজ করার জন্য ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে, জটিলতা বাড়াবে না।

কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাত নিয়ে তিনি বলেন, বিএনপি মনে করে একটি টেকসই রাষ্ট্রের তিনটি ভিত্তি হলো- কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য। আমরা কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করব, শিক্ষার মান উন্নয়ন করব এবং স্বাস্থ্যসেবাকে সার্বজনীন করব। এই তিনটি স্তম্ভে দৃঢ় ভিত্তি গড়ে তুললেই উন্নয়ন টেকসই হবে।

‎সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র, ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আককাস সিকদার। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা শিশু হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, বক্তব্য দেন চেম্বার অব কমার্সের নেতা শাহ আলম হোসেন শাহীন, শিক্ষক সমিতির সভাপতি মোসলেম আলী সিকদার, ঈদ গা জামে মসজিদের ঈমাম মাও. শহিদুল ইসলাম, জেলা ঈমাম সমিতির সেক্রেটারি মাও. মোক্তার হোসাইন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এড. মোফাজ্জেল হোসেন, সরকারি ভিপি কৌসুলি গোলাম সরওয়ার লিটন, উপজেলা বিএনপির সভাপতি ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি এজাজ হাসান, শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, যুবদলের আহবায়ক রবিউল হোসেন তুহিন, বরিশাল বিভাগ পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মীর আহসান উদ্দিন, সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি আফজাল হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আলমগীর হোসেন, সিপিবির জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, জাতীয়তাবাদী নাগরিক ফোরামের আহবায়ক ওবায়দুল হক নান্না, তাতী দলের সভাপতি বাচ্চু হাসান খান, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এড. ফয়সাল খান, নির্বাহী সদস্য আনিসুর রহমান খান, উপজেলা সুজনের সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র ঝালকাঠি শাখার যুগ্ম আহবায়ক এড. রেজাউল হক আজিম ও সদস্য সচিব এড. এস.এম জসিম উদ্দিন। সভা শেষে অংশগ্রহণকারীরা বিএনপির ঘোষিত ৩১ দফা সম্পর্কে নানা প্রশ্ন করেন। এর জবাবে ড. হায়দার বিস্তারিতভাবে বিভিন্ন খাতের পরিকল্পনা তুলে ধরেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2