• NEWS PORTAL

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: প্রেস সচিব

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ১০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোন সংশয় নেই। সব বাধা সংশয় ধুয়ে-মুছে কেটে গেছে। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, পূর্বের নির্বাচনগুলো ছিলো ফেইক নির্বাচন। কিন্তু, এবার নির্বাচন হবে ফ্রি এবং ফেয়ার নির্বাচন। জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ সই করা হবে।

এসময় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2