• NEWS PORTAL

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫

অটো ছিনতাই করে চালককে হত্যা, গ্রেফতার ৪

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১২, ১০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
অটো ছিনতাই করে চালককে হত্যা, গ্রেফতার ৪

ঢাকার কেরানীগঞ্জে অটো ছিনতাই করে চালক বাচ্চু মিয়া (৫৫) হত্যা মামলায় ৪ আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ হৃদয় (২১), মাহমুদুল ইসলাম হাসান (৩০), মোঃ সাহেদ (১৭) ও মোঃ নুরুল ইসলাম (৩৮)। ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমের এই তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ৭ অক্টোবর বিকালে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ৯৯৯ ফোন কলের মাধ্যমে জানতে পারে যে, মডেল থানার রোহিতপুর ইউনিয়নের সবুজ ছায়া গোল্ডেন সিটি আবাসনের ১নং রোডের পশ্চিম মাথায় কাশবনের ভিতরে অজ্ঞাতনামা ব্যক্তির (যার বয়স আনুমানিক ৬৫ বছর) মৃতদেহ পাওয়া গেছে। উক্ত সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ আভিযানিক কার্যক্রম শুরু করে। 

এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে, ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি টিম গত ৯ অক্টোবর মামলার ঘটনার সাথে জড়িত সদস্যদের শনাক্ত ও  গ্রেফতারের জন্য ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল, দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে হৃদয়, মাহামুদুল ইসলাম হাসান সাহেদ, নুরুল ইসলামকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে আসামি হৃদয়, সাহেদ, হাসান জানায় যে, অটো চালক বাচ্চু মিয়াকে ভাড়া করে ঘটনাস্থলে নিয়ে যায় এবং ঐখানে তাদের অপরাপর সহযোগীদের সহায়তায় অটো চালক বাচ্চু মিয়াকে হত্যা করে অটো নিয়ে চলে যায় এবং অটোর ব্যাটারি খুলে ধৃত আসামি নুরুল ইসলাম এর নিকট ২৩ হাজার ২০০ টাকায় টাকা বিক্রি করে আসামিরা টাকা ভাগবাটোয়ারা করে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করে এবং বিস্তারিত বর্ণনা দেয়। তাদের দেওয়া তথ্য মতে ঘটনায় লুণ্ঠিত অটোর ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2