• NEWS PORTAL

  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫

কনসার্টে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে মারামারি, গুলিবিদ্ধ দুই

প্রকাশিত: ০৯:২৩, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ০৯:৫৪, ১২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
কনসার্টে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে মারামারি, গুলিবিদ্ধ দুই

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে মো. শরীফ ও নাজির নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছে আরও কয়েকজন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, কনসার্ট চলাকালে একটি পক্ষ জয় বাংলা স্লোগান দেয়। এসময় আরেকটি পক্ষ তার প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারি শুরু হয়। একপর্যায়ে কনভেনশন সেন্টার ভাংচুর করা হয়। এসময় সময় ভেতরে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোঁড়েন।

উল্লেখ্য, জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান কনসার্টের আয়োজন করে। এতে ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশনের কথা ছিল। এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল। এই ঘটনার পর কনসার্ট পণ্ড হয়ে যায়। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2