• NEWS PORTAL

  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫

১৬ বাংলাদেশিকে তলুইগাছা সীমান্ত দিয়ে হস্তান্তর করলো বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩৮, ১২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
১৬ বাংলাদেশিকে তলুইগাছা সীমান্ত দিয়ে হস্তান্তর করলো বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটক নারী, পুরুষ ও শিশুসহ ১৬ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাতে বিজিবি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সোপর্দ করেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমারের নেতৃত্বে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে উক্ত ১৬ বাংলাদেশীকে বিজিবি কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরকৃতরা হলো- শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের মোঃ মোশারাফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), তার স্বামী ইউনুছ আলী (৪২), কন্যা সিনহা খাতুন (১১), পুত্র মোরসালিম গাজী (৭), খুলনা জেলার কয়রা থানার উত্তরবেদকাশি গ্রামের মোঃ জিল্লুর রহমান (২৩), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের মোছাঃ ঝরনা পারভিন (৩৭), মোঃ আশিকুজ্জামান (১৮), একই উজেলার কাশিমাড়ি গ্রামের রিফাত হোসেন (২৬), খুটিকাটা গ্রামের মোঃ শাহিনুজ্জামান (২৮), চন্ডিপুর গ্রামের শারমিন সুলতানা (১৮), তার কন্যা সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), তার পুত্র মোঃ ফারজান নাবিল (৩), মোছাঃ রুবিনা খাতুন (২৯) ও পাতাখালি গ্রামের আল আমিন (২৬)।

বিজিবি জানায়, গত শুক্রবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় উক্ত ১৬ বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। পরদিন শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিজিবির কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এরপর রাতেই তলুইগাছা বিজিবির কমান্ডার আবুল কাশেম সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাদেরকে থানায় সোপর্দ করেন।

তবে, ফেরত আসা মোশারফ ঢালী ও ইউনুছ আলী জানান, তারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি ভারতে ধরপাঁকড় বেড়ে যাওয়ায় তারা বিএসএফের কাছে আত্মসমর্পণের উদ্যোগ নেন।

সাতক্ষীরা সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বিজিব কর্তৃক থানায় সোপর্দ করা ১৬ বাংলাদেশিকে নাম-পরিচয় যাচাই-বাছাই শেষে রবিবার (১২ অক্টোবর) তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2