পাঁচ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং সে আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
রবিবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজনে পৌর এলাকার বড় ইন্দারা মোড় থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদাণ করেন জেলা জামায়াত নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শূরা সদস্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা নায়েবে আমীর মুখলেসুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি দল পিআর নিয়ে জনগণকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। অথচ, দেশের অধিকাংশ মানুষ পিআরের পক্ষে। আর জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে টালবাহানাও জনগণ মেনে নেবে না। আর তাই, ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টিসহ ১৪ দলের শরিকদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: