• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালির সম্প্রীতি সুদৃঢ় করতে পুলিশের মিনি ম্যারাথন

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:৪২, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:৪২, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালির সম্প্রীতি সুদৃঢ় করতে পুলিশের মিনি ম্যারাথন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালির মধ্যে আস্থা-বিশ্বাস,সাম্প্রদায়িক-সম্প্রীতির বন্ধন আরো সু-দৃঢ় করতে জেলা পুলিশের উদ্যোগে বালক ও বালিকাদের সম্প্রীতি মিনি ম্যারাথন ও প্রীতি বলিবল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শতাধিক বালক ও বালিকাদের অংশ গ্রহণে সম্প্রীতি মিনি ম্যারাথন ও একই দিন দুপরে  খাগড়াছড়ি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি বলিবল অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,পুলিশের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং-২) মোছা. শেহেলা পারভিন।বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার,পলিশের উপ-কমিশরার(পিওএমপি পূর্ব) কাজী নুসরাত এদীব লুনা, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা মো. হারুন অর রশিদ। 

এর আগের দিন সোমবার (১৩ অক্টোবর) খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বালকদের সম্প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় ও এপিবিএন উচ্চ বিদ্যালয়ের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে ৪-২ গোলে সরকারী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।  


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2