• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৫, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন

খাগড়াছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-এর সমাপনী ও পুরস্কার অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উয়ানু চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা শিশুদের অধিকার রক্ষা ও তাদের সুষ্ঠু বিকাশে পরিবার ও সমাজের ভূমিকা তুলে ধরেন।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2