সীমান্ত থেকে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় মহিষ জব্দ
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা সীমান্ত এলাকার পদ্মা নদী দিয়ে অবৈধভাবে আসা ৭টি মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রাণীনগর এলাকা থেকে মহিষগুলো আটক করে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন। একই দিন রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তীতে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
অধিনায়ক জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সোয়া ৬টায় ব্যাটালিয়নের চরবাগডাংগা বিওপির একটি বিশেষ টহল দল জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রাণীনগর এলাকায় সীমান্ত হতে ৯ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টহল দল ভারত থেকে অবৈধ ও চোরাচালানকৃতভাবে আসা পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ৪ টি এবং নদীর মধ্যবর্তী চরে ৩ টি মোট ৭টি ভারতীয় মহিষ জব্দ করতে সক্ষম হয়। তবে এ সময় অভিযানে কাওকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, জব্দকৃত মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে এবং সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ৫৩ বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে। ###
বিভি/পিএইচ




মন্তব্য করুন: