• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

নদীতে ডুবে প্রাণ গেলো ৩ শিশুর, নিখোঁজ ২

প্রকাশিত: ২০:১৭, ৩১ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:১৭, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
নদীতে ডুবে প্রাণ গেলো ৩ শিশুর, নিখোঁজ ২

জামালপুরে মাদারগঞ্জে ঝিনাই নদী পারাপারের নৌকা ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ‍দুই শিশু নিখোঁজ রয়েছে। এদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের মেয়ে ছায়েবা আক্তার (১২), মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানি এলাকার আবু হোসেন (৭) ও একই উপজেলার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (৮)।

স্থানীয় ও পুলিশ  সূত্রে জানা যায়, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে ৬ শিশু নদীর পাড়ে বাঁধা একটি নৌকায় খেলতে যায়। খেলার এক পর্যায়ে নৌকাটি ডুবে গেলে ছয়জনই পানিতে পড়ে নিখোঁজ হয়। তবে, এদের একজন কোনমতে ডাঙায় উঠতে পারে। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করলেও শিশুদের কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ডুবুরি দল পলি, আবু হোসেন এবং ছায়েবার নিথর দেহ উদ্ধার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ গণমাধ্যমকে, শুক্রবার বিকালে ৬ শিশু একসঙ্গে ঝিনাই নদীতে গোসল করতে যায়। এ সময় ইয়াসিন (৭) নামের শিশুটি উঠে পড়লেও অন্য পাঁচ শিশু নদীতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2