গুইমারায় অর্ধশতাধিক পাহাড়ি-বাঙালি শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান
খাগড়াছড়ির গুইমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্ধশতাধিক পাহাড়ি-বাঙালি শিক্ষার্থী ছাত্রদলে যোগদান করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ির গুইমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্ধশতাধিক পাহাড়ি-বাঙালি ছাত্রদলের যোগদান উপলক্ষে উপজেলা ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের উৎসব হবে। দীর্ঘদিন ভোট বঞ্চিত তরুণ সমাজ ধানের শীষের প্রার্থীকে ভোট দেবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা আইনজীবি সমিতিরি সাধারণ সম্পাদক এডভোকেট বেদারুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এডভোকেট বিপুল চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ ও গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।
বিভি/এজেড




মন্তব্য করুন: