ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতনের দবিতে চট্টগ্রামে সংবাদকর্মীদের বিক্ষোভ সমাবেশ
ছবি: চট্টগ্রামে সংবাদকর্মীদের বিক্ষোভ
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ হয়।
বিক্ষোভ সমাবেশে চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যার এক যুগ পেরিয়ে গেলেও বিচার তো দূরের কথা, তদন্ত কাজও শেষ হয়নি। যা গণমাধ্যমের জন্য এক কলঙ্কজনক দৃষ্টান্ত। তারা অবিলম্বে এ হত্যাসহ সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচারএর দাবী জানান।
তারা আরো বলেন, হাতেগোনা কয়েকটি প্রিন্ট মিডিয়া ওয়েজবোর্ড বাস্তবায়ন করলেও বেশিরভাগ প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় ওয়েজবোর্ড দেওয়া হয় না। অবিলম্বে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়নের পাশাপাশি সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করারও দাবী জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।
মানববন্ধনে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/এআই




মন্তব্য করুন: