• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

খুন ও অস্ত্রসহ ২০ মামলার পলাতক আসামি গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০০, ১১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
খুন ও অস্ত্রসহ ২০ মামলার পলাতক আসামি গ্রেফতার

খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, মাদক, খুন, চুরি ও দস্যুতাসহ মোট ২০টি মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমান (৩৭) গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার সময় খাগড়াছড়ি শহরের কুমিল্লাটিলা এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মো. মিজানুর রহমান মিজান খাগড়াছড়ি সদর উপজেলার কুমিল্লাটিলা এলাকার আনসার ক্যাম্প সংলগ্ন স্থানের বাসিন্দা।

খাগড়াছড়ি সদর থানাসূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর মডেল থানা ও পার্শ্ববর্তী বিভিন্ন থানায় মোট ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মাদক মামলা, ২টি হত্যা মামলা, ৬টি চুরির মামলা, ২টি অস্ত্র মামলা, ১টি দস্যুতা মামলা এবং ৪টি অন্যান্য অভিযোগের মামলা অন্তর্ভুক্ত।

গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেফতার করে। পুলিশ জানায়, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, আইনের বাইরে কেউ নয়। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2