• NEWS PORTAL

  • সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশিত: ১৫:২৩, ২৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাওলানা মনসুর আলম (৩৯) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়। মনসুর আলম কক্সবাজার জেলার সদর থানার গাজুনিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. রাকিব জানান, শনিবার রাতে মনসুর আলম কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত কারা হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে দুইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে রয়েছে।

তিনি আরও জানান, মনসুর আলম একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি সাত বছর ধরে কারাগারে বন্দি ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: